প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক এরশাদ আলীর ইন্তেকাল

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি:- সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় সক্রিয় এই মানুষটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া যশোরের মনিরামপুর উপজেলার হেলাঞ্চী গ্রামের বাসিন্দা, রাজগঞ্জ বাজারের দীর্ঘদিনের পরিচিত ফটোগ্রাফি প্রতিষ্ঠান “স্টুডিও মৌ”-এর স্বত্বাধিকারী এবং “দৈনিক গ্রামের কাগজ”-এর খেদাপাড়া প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক এরশাদ আলী (৭২) আর নেই। মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তিনি হৃদরোগ, দীর্ঘদিনের শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গত কয়েক মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং শারীরিক দুর্বলতা দিন দিন বেড়েই চলেছিল। সাংবাদিক এরশাদ আলীর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, পুরো হেলাঞ্চী ও রাজগঞ্জ এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং শুভানুধ্যায়ীরা ভিড় করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়—এরশাদ আলী ছিলেন একজন সৎ, সাহসী এবং দায়বদ্ধ সাংবাদিক। পেশাগত জীবনে তিনি কখনো আপস করেননি। ছোট একটি বাজারে থেকেও তিনি সাংবাদিকতার মতো একটি গুরুত্বপূর্ণ পেশাকে সম্মানের সাথে ধরে রেখেছেন। পাশাপাশি স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর মৃত্যুতে দৈনিক গ্রামের কাগজ পরিবার, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, হেলাঞ্চী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মীসহ নানা সংগঠন শোক প্রকাশ করেছে। বুধবার হেলাঞ্চী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এরশাদ আলীর মতো একজন সদালাপী, নীতিবান এবং সমাজসচেতন মানুষের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]