
গাজীপুর প্রতিনিধি :- প্রতিকার না পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দোষী প্রকৌশলী ও কর্মকর্তাদের জন্য প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছে ভুক্তভোগী নাগরিক সমাজ। ফারিয়া তাসনিম জ্যোতির দুই শিশু সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা, দায়ী কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধে হত্যা মামলা করা, ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সকল খোলা ড্রেন ও ম্যানহোলের সংস্কার শুরু না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী ভুক্তভোগী নাগরিক সমাজ প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী রবিবার (২০ আগস্ট, ২০২৫) সকাল ১১ টায় গাজীপুর শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি এলাকায় এবং বিশেষ করে গাজীপুর মিডিয়া সেন্টারের পাশে গাজীপুর সিটি গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন ড্রেনের উপরে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করা হবে। এই জনবান্ধব আয়োজনে আয়োজক ছাত্র-জনতা গাজীপুরের সকল সচেতন নাগরিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে। এর আগে, নাগরিক সমাজ বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৪) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলার নীরব সাক্ষী দীর্ঘদিন ধরে থাকা স্লাবহীন একটি ড্রেনের পার্শ্ববর্তী স্থান। সকল দায় এড়াতে চাইলেও, মানববন্ধনের পর জনরোষ দেখে গাজীপুর সিটি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ কতিপয় গণমাধ্যমে ফরমায়েশি সংবাদ প্রকাশ করে সকল দায় স্বীকার করে অতিদ্রুত খোলা ড্রেন ও ম্যানহোল বন্ধ করার কথা জানালেও দৃশ্যত কোথাও কোনো কাজ করতে দেখা যায়নি। এমনকি, যে স্লাবহীন ড্রেনটির পাশে মানববন্ধনটি হয়েছে, সেটি এখনো স্লাবহীন অবস্থায়ই রয়েছে। আয়োজকরা জানান, ’জনরোষে সকল দায় স্বীকার করে নিতে বাধ্য হলেও কার্যত কোনো পদক্ষেপ গাজীপুর সিটি কর্পোরেশন নেয়নি। তাই জনগণ ঢাকনাবিহীন ড্রেনের উপরে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ করবে।’ এদিকে, রবিবার (০৩ আগস্ট, ২০২৫) ঢাকনাবিহীন ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং নিহত জ্যোতির পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যে সকল সংগঠন এবং ব্যক্তি ফারিয়া তাসনিম জ্যোতির শিশু সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণের এবং দায়ী কর্মকর্তা ও প্রকৌশলীদের শাস্তির দাবি করেছেন তাদের প্রতারক হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্তে কিছু সংবাদমাধ্যমে জ্যোতির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা বয়ান তৈরি করে জনরোষ প্রশমিত করার চেষ্টা করছে গাজীপুর সিটি কর্পোরেশন। প্রসঙ্গত, গত রবিবার (২৭ জুলাই, ২০২৪) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজ সেরে ফেরার সময় হাসপাতালটির সামনের ঢাকনাহীন ড্রেনে পরে তলিয়ে যান ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৪) সকাল নয়টার দিকে দীর্ঘ ৩৭ ঘণ্টা অভিযানের পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন। জ্যোতির ৮ বছর বয়সী দুটি জমজ পুত্রসন্তান রয়েছে।



Discussion about this post