
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার:- কয়েকদিন টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর মেয়র পদপ্রার্থী মানবিক নেতা মো. খোরশেদ আলম। ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকায় পানিবন্দি প্রায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু এবং পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরও অনেকে। খাদ্য সামগ্রী বিতরণের সময় খোরশেদ আলম বলেন, “পানি বন্দি মানুষের পাশে দাড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমি আমার সামর্থ অনুযায়ী চেষ্টা করেছি তাদের সহায়তা করতে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।” স্থানীয় বাসিন্দারা বিএনপি নেতা খোরশেদ আলমের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Discussion about this post