জুলফিকার আলী জুয়েল:- গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায় আজ সকাল ১১টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি, গাজীপুর মহানগর প্রেসক্লাব, বাসন মেট্রো থানা প্রেসক্লাব, গাছা থানা সাংবাদিক ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
বক্তারা বলেন, গাজীপুরের কুপি এলাকায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাই তুহিন হত্যার বিচারের পাশাপাশি সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। আয়োজক সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫