আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় গ্রাহকের ব্যাগ থেকে ৩০ হাজার টাকা চুরির অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১০ আগস্ট) দুপুরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এ ঘটনায় বিকেলে জড়িত তিন নারীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—নাটোর সদর উপজেলার হালসা আওড়াইল গ্রামের হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর কলেজ মোড় এলাকার বাসিন্দা ফাতেমা খাতুন ওই দিন দুপুরে অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখায় ৩০ হাজার টাকা জমা দিতে যান। জমার ভাউচার লেখার সময় এক নারী তার ব্যাগ থেকে টাকা বের করে নেন এবং পাশে থাকা অন্য দুই1জন তাকে সহযোগিতা করেন। টাকা জমা দেওয়ার সময় ব্যাগে টাকা না পেয়ে ফাতেমা বিষয়টি ব্যাংক ব্যবস্থাপক জয়নুল আবেদিনকে জানান। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিন নারীকে শনাক্ত করা হয় এবং থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত তিন নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫