
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে সোমবার (১১ আগস্ট) রাতে মশাল মিছিলের প্রস্তুতির সময় পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজন কর্মীকে। ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগীরচালা এলাকায়। আটককৃতদের নাম হলো—নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মণ্ডল ও দিনার আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ পর গুলিস্তান পার্কের সামনে সাত থেকে আট জন তরুণ একত্রিত হন।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা সেই স্থানে গিয়ে তাদের তৎক্ষণাৎ ধাওয়া করেন। এ অবস্থায় চারজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যান।
আটকদের কাছ থেকে কিছু মশালও উদ্ধার করা হয়েছে। শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম সরকার জানান, আটক করা চারজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। আটক তরুণদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, ‘আটকদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন আইনে মামলা দায়ের করা হয়েছে।’



Discussion about this post