
শ্রীপুর প্রতিনিধি :: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্ৰগতী” প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ। উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আওয়াল ফরাজীর সঞ্চালনায় যুব সংঘঠনের প্রতিনিধি এবং যুব উদ্যোক্তারা বক্তব্য বাখেন।
এসময় অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, বিআরডিবি কর্মকর্তা আরিফা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুব আলমসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও বিভিন্ন যুব সংগঠক,প্রশিক্ষণার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের বরমির যুবক আবু তালেব। সে একজন সফল উদ্যোক্তা। সারা দেশে সফল উদ্যোক্তা হিসেবে আবু তালেব দ্বিতীয় স্হান অর্জন করায় আমরা তাকে অভিন্দন জানায়।তিনি মাত্র ২০ হাজার টাকা যুব উন্নয়ন থেকে ঋণ নিয়ে আজ প্রায় কয়েক কোটি টাকার মালিক। দক্ষতা, যোগ্যতা, মেধা এবং কঠোর পরিশ্রমে সফলতা একদিন আসবেই। আমাদের বেকার যুবকদের জন্য সে একজন দৃষ্টান্ত। আমার বিশ্বাস, সততা, কঠোর পরিশ্রম মানুষের সৌভাগ্যের চাবি কাঠি।
তিনি জানান, শ্রীপুর যুব উন্নয়ন অধিদপ্তর হতে ২০ হাজার টাকা ঋন নিয়ে মুরগী খামারের যাত্রা শুরু করে।বর্তমানে প্রায় ২৯হাজার মুরগী,৫৫বিঘা জমিতে মৎস খামার,গরুর খামার,বেশ কিছু ছাগল ও সবজি চাষ করে আবু তালেব সফল যুবক। অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় হতে ঋণ সহায়তা হিসেবে যুব ঋণের দেড় লাখ টাকার চেক প্রদান, তিনজন প্রশিক্ষনার্থীকে সনদ,দুইটি যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র প্রদান ও ৭টি যুব সংগঠনকে ক্রেস্ট বিতরণ করা হয়। যুবকদেরকে প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে যুবকদের শপথ বাক্য পাঠ করানো এবং র্যালীর মাধ্যমে সমাপ্তি হয়।



Discussion about this post