প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
প্রকল্প ছাড়াই কোটি টাকা উধাও: ময়মনসিংহ-নেত্রকোনায় দুর্নীতির মহোৎসব

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহ ও নেত্রকোনার সরকারি প্রকৌশল অফিসগুলো যেন উন্নয়নের নয়, দুর্নীতির দুর্গ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)—প্রতিটি প্রতিষ্ঠানে চলছে কোটি কোটি টাকার লুটপাট, ঘুষ-কমিশনের রমরমা ব্যবসা আর ভয়াবহ অনিয়মের মহোৎসব। অথচ অভিযুক্ত প্রকৌশলীরা দিব্যি বহাল তবিয়তে পদে আসীন! পানি উন্নয়ন বোর্ড,ময়মনসিংহ-নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে অভিযোগ—প্রকল্প ছাড়াই কোটি টাকা উধাও। নদী খননসহ একাধিক প্রকল্পে বছরের শুরুতেই টাকা উত্তোলন করা হলেও মাঠে গিয়ে প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কাগজে-কলমে সব কিছু ‘সম্পন্ন’ দেখানো হলেও বাস্তবে কাজ শূন্য। স্থানীয়রা বলছেন, “এ যেন সরকারি তহবিল লুটের প্রকাশ্য মহড়া।এলজিইডি,নেত্রকোনা-নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের অফিসকে স্থানীয় ঠিকাদাররা বলছেন ‘ঘুষের মানি মেশিন’। গ্রামীণ রাস্তা ও অবকাঠামো প্রকল্পে অনুমোদন থেকে বিল উত্তোলন—প্রতিটি ধাপে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একাধিক প্রকল্পে টাকা তোলার পর কাজ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবে মুখ থুবড়ে পড়ছে। পিডিবি,নেত্রকোনা-বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। অভিযোগ—ভুয়া বিল তৈরি, সাধারণ নাগরিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়ের। কিশোরগঞ্জ আদালত এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আগের মতো এবারও রাজনৈতিক প্রভাবে সব ধামাচাপা পড়ে যাবে। জনতার প্রশ্ন ও হুঁশিয়ারি-দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কি শুধু বক্তৃতাতেই সীমাবদ্ধ? সচেতন মহলের দাবি, এই দুর্নীতিবাজ প্রকৌশলীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে উন্নয়ন শুধু সরকারি রিপোর্টেই থাকবে, বাস্তবে নয়। জনগণের হুঁশিয়ারি—যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, আমরা রাস্তায় নেমে জবাব চাইব। তখন দায় এড়ানো যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]