
সাভার প্রতিনিধি :- ঢাকার সাভারে ডিলার ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে টিসিবির পণ্য চুরির ঘটনা ফাঁস হয়েছে। স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করেছে। আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজাসন এলাকার ৮ নম্বর আল-আমিন স্কুলের গোডাউন থেকে এসব মাল উদ্ধার করা হয়।
স্থানীয়রা টিসিবির মালামাল চুরি করে মজুদের বিষয়ে গতকাল সন্ধ্যায় যায়যায়দিনকে তথ্য জানায়,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি গুদাম থেকে টিসিবির মাল সরিয়ে এনে রাতে পাচার করছিল। এতে সরকারি কর্মকর্তা, টিসিবি কর্মকর্তা এবং কিছু প্রভাবশালী ডিলার জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, সাভার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আল মামুন, টিসিবির যুগ্ম পরিচালক (অফিস প্রধান) মো. সোহাবুর রহমান, টিসিবি আঞ্চলিক অফিসের কম্পিউটার অপারেটর আজমা আজিজ চক্রের সাথে জড়িত।
স্থানীয়রা জানান, দুপুরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কেউ কোনো ব্যবস্থা নেননি। এমনকি ইউএনও দায়িত্বে থাকার বিষয়টি অস্বীকার করে বলেন,কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,রাতে মালামাল চুরি হলে এ দায় ডিলারের। এবং গতকাল রেডিও কলোনী এলাকায় পৌরসভার টিসিবির পন্য বিতরণ করা হয়েছে”সেখানে ট্যাগ অফিসার দায়িত্ব ছিলেন। গোডাউনে মালামাল রাখার বিষয়টি জানাজানি হলে,রাত ১২টার দিকে মালামাল পাচারের সময় স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় ডিবি পুলিশ এসে ঘটনাস্থল থেকে সব পণ্য উদ্ধার করে নিয়ে যায়। এ ছাড়া গোডাউনে আরও বিপুল পরিমাণ টিসিবির মাল এখনো মজুদ রয়েছে বলে অভিযোগ উঠেছে, যা এখনো উদ্ধার করা হয়নি। সচেতন মহল বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করার আহ্বান জানিয়েছে।



Discussion about this post