
স্টাফ রিপোর্টার :- টঙ্গীতে বিএনপি নেতার অপরাধমূলক কর্মকান্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার। ভুক্তভোগী যুবদল নেতা মিজানুর রহমান মৌসুম মন্ডল। তিনি ৫৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী। এ বিষয়ে ভুক্তভোগী যুবদলনেতা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ আগষ্ট সন্ধ্যায় জাকির সরকার সন্ধ্যায় মন্ডল মার্কেটে এসে প্রকাশ্যে মৌসুম মন্ডলকে হুমকি প্রাণনাশের হুমকি প্রদান করে। প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি দেয়ায় আইনের আশ্রয় নিয়েছেন মৌসুম মন্ডল। ভুক্তভোগী মৌসুম মন্ডল জানান, জাকির সরকার দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাসের রাজত্ব বহাল রেখেছেন। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের শেল্টার দাতা তিনি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার অপরাধ কার্মকান্ডের প্রতিবাদ করতে গেলেই শুরু হয় হুমকি ও হামলার শিকার হতে হয়। তিনি আরোও বলেন, জাকির সরকার আদর্শ পাড়া কবর¯’ান রোড এলাকায় পরিতেক্ত ভবণে মাদক ও জুয়ার আসর চানান। গত ২৩ জুলাই রাতে আমরা বিষয়টি জানতে পেরে প্রসাশনকে অবগত করে দেয়ার পর থেকেই আমার সাথে বিরোধীতা শুরু হয়। তারপর থেকেই আমাকে বিভিন্ন সময় হুমকি ও প্রাণনাশের পায়তারা করে আসছে। ভুক্তভোগী আরও বলেন, কিছুদিন আগেও জাকির সরকার বিএনপির নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারিতকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ও তার ব্যবসা দখল করে নেয়। অভিযুক্ত বিএনপি নেতা জাকির সরকার মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে আমি অবগত নই। অভিযোগের তদন্তে আমি দোষী প্রমাণিত হলে আমি শাস্তি মেনে নিবো। টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, দলের নাম ভাঙ্গীয়ে যদি কেউ অন্যায় ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যব¯’া গ্রহণ করা হবে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Discussion about this post