
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- গাজীপুর মহানগরের কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আমার পুলিশ, আমার দেশ – বৈষম্যহীন বাংলাদেশ” এই মহৎ স্লোগানকে ধারণ করে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কাশিমপুর থানার সামনে অনুষ্ঠিত হয় ওপেন হাউস ডে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, অভিযোগ শোনা ও তাৎক্ষণিক সমাধানের এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি ছিল সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ – উত্তর) জিএমপি মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাছের আল আমিন। সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ । বক্তারা বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হওয়া জরুরি। ওপেন হাউস ডে’র মতো উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Discussion about this post