
নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোনার পূর্বধলায় কিশোর আরমান (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত কিশোর আরমান (১৭) উপজেলার বারধার গ্রামের কমল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কমল মিয়া তার ছোট ছেলে রোমানকে (৭) পরিত্যক্ত একটি টিনশেড ঘরের বাল্বের সুইচ দিতে পাঠায়। সেখানে গিয়ে রোমান দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে কমল মিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন বাঁশের আড়ার সঙ্গে গোলাপি রঙের ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে আরমানের দেহ।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে আরমান হাফিজি পড়ার জন্য নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তবে পরিবারের কেউ মাদ্রাসার নাম বা ঠিকানা জানাতে পারেনি। ঘটনার দিন বেলা ১১টা ৩০ মিনিটে বলাকা ট্রেনে বাড়ি ফেরে আরমান। বাড়িতে ফেরার কারণ জানতে চাইলে কোনো উত্তর দেয়নি। পরিবারের দাবি, আরমান আগে থেকেই বাবা-মায়ের কথায় অনীহা প্রকাশ করত এবং মাঝে মাঝে অসংলগ্ন আচরণ করত।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।



Discussion about this post