
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়ার পদ্মা নদীর বাঘা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিন আলির ছেলে মো. গোলাম রাব্বানি (১২) এবং নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ আলী (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার ১৫-২০ জন ছাত্র নিয়ে ওই মাদরাসার শিক্ষক আল আমিন নদীতে গোসল করতে নামেন। এ সময় মাদরাসার শিক্ষার্থী শেখ ফরিদ ও গোলাম রাব্বানি পানিতে ডুবে তলিয়ে যায়। এলাকার লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই মাদরাসা শিক্ষার্থী। রাজশাহীর ডুবুরি দল ও নাটোর ফায়ার সার্ভিস বিকেল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



Discussion about this post