
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে সাপে কাটা রোগী সাপ নিয়ে নিজেই হাজির হয়েছেন হাসপাতালে। আজ বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে অসীম সরদার (৩৫) কে সাপে কামড় দেয়।পরে তাকে কামড়ানো সাপটি জ্যান্ত ধরে নিয়ে হাসপাতালে হাজির হন তিনি। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসীম সরদারের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে অসীম সরদার ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিয়ে দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা। অসিম সরদারের পরিবারের সদস্যরা আরোও জানান, চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন। নাটোরসদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, রোগীকে এন্টিভেনম দেওয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ্য আছেন।



Discussion about this post