
শেখ মামুনুর রশীদ মামুন-বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ শহরের অন্যতম ব্যস্ত সড়ক গুরুত্বপূর্ণ ব্রীজ মোড় থেকে চরপাড়া মোড়। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে এই সড়কটি ভাঙাচোরা, বড় বড় গর্ত আর দীর্ঘস্থায়ী যানজটের কারণে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন—এ যেন দেখার কেউ নেই! নেই সড়ক সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ, নেই শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সক্রিয় উপস্থিতি। বিশেষ করে আলীয়া মাদ্রাসা মোড়সহ কয়েকটি জায়গায় সড়কের অবস্থা এতটাই বেহাল যে, সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো জলাবদ্ধতায় পরিণত হয়। এতে একদিকে যান চলাচল বাধাগ্রস্ত হয়, অন্যদিকে রাতের বেলায় বেড়ে যায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এই সড়কে চুরি-ছিনতাই প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পথচারীরা আতঙ্কে অল্প অল্প করে হাঁটেন, আর যানবাহনগুলো ধীর গতিতে চলতে বাধ্য হয়—ফলে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সচেতন মহল বলছে,এই সড়কের অবস্থা দ্রুত মেরামত করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, রাতের বেলায় টহল জোরদার করে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন— এই জনভোগান্তি ও নিরাপত্তাহীনতার অবসান না ঘটলে এর জবাব প্রশাসনকে কঠিন ভাষায় দিতেই হবে। শহরবাসী আশা করছে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে কার্যকর উদ্যোগ নেবে, যাতে ময়মনসিংহবাসী স্বস্তি ও নিরাপত্তার নিঃশ্বাস ফেলতে পারে।



Discussion about this post