সাভার প্রতিনিধি:- ঢাকার সাভারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সাভার পৌর এলাকার কাতলাপুর জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এছাড়া সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন।’ অনুষ্ঠানের শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫