প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
টাকা দাও না হলে মিথ্যা মামলা—ইউটিউবার শিমুর ভয়ঙ্কর হুমকিতে বিপর্যস্ত পরিবার!

স্টাফ রিপোর্টার:- ঢাকার ডেমরায় ইউটিউবার পরিচয়ধারী এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রবীণ এক পিতা ও তার পরিবারকে হুমকি, চাঁদাবাজি এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়া সরকারবাড়ির বাসিন্দা নির্মল সরকার (৬৭) থানায় এজাহার দায়ের করেছেন তার ছেলে শুভজিৎ সরকার (৩৮) ও পরিবারের নিরাপত্তাহীনতার আশঙ্কায়। নির্মল সরকার জানান, আসামী উম্মে রুমা শিমু (৩৫), পেশায় ইউটিউবার ও কথিত সাংবাদিক, স্থানীয়ভাবে একটি ভাড়া বাসায় অফিস খুলে রেখেছেন। তিনি শুভজিৎ সরকারকে চাকরিতে নিয়োগ দেন। কিন্তু শুভজিৎ নিউরো রোগে আক্রান্ত হওয়ায় এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার কারণে পরিবারের পরামর্শে চাকরি ছাড়তে চাইলে, তার উপর শুরু হয় ভয়ঙ্কর চাপ, হুমকি এবং চাঁদাবাজি। ২ লাখ টাকা চাঁদার দাবি। না দিলে মিথ্যা মামলার হুমকি! পরিবারের অভিযোগ। গত ১৫ আগস্ট সকাল ১১টার দিকে আসামী নির্মল সরকারের বাড়িতে গিয়ে ভিডিও ধারণ শুরু করেন। এসময় বাধা দিতে গেলে তিনি প্রকাশ্যে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। এমনকি নির্মল সরকারের মেয়ে জয়িতা সরকার (৩০) তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে, আসামী তার চুল ধরে টেনে হিঁচড়ে শারীরিকভাবে নির্যাতন করেন। পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিরাপত্তাহীনতায় সরকার পরিবার!নির্মল সরকার বলেন—“আমার ছেলে এখন চিকিৎসাধীন। অথচ এই ইউটিউবার আমাদের পরিবারকে৷ মানসিকভাবে ভেঙে দিচ্ছে। আমরা ভয়ে দিন কাটাচ্ছি।”পরিবারটি থানায় অভিযোগ দায়ের করেছে বিলম্বিতভাবে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে। স্থানীয়দের মতে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমাজের জন্য অশনিসংকেত! একজন ইউটিউবার বা সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি প্রকাশ্যে চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রশ্ন তুলছে—আইনের শাসন কোথায়? সাধারণ পরিবার যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সমাজে ন্যায়বিচারের নিশ্চয়তা কোথায়? স্থানীয়রা জোর দাবি তুলেছেন—এই ঘটনায় দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে আর কোনো সাধারণ পরিবার কথিত ইউটিউবার-সাংবাদিকদের ভুয়া প্রভাব বিস্তারের শিকার না হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]