প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

শফিকুল ইসলাম শিমুল,গাজীপুর মহানগর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার পুলিশ শিলমুন এলাকার আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয়ের ভেতরে একটি স্ল্যাবের ওপর থেকে অস্ত্রটি উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান রিভলবার ও গুলি উদ্ধার করেন। তবে কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা এখানে অস্ত্রটি ফেলে গেলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]