প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। আজ সকাল ১০ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর একটি র্যালি বের করে । র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিসের সামনে এসে শেষ হয়। পরে ডিসি পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলায় মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলামসহ মৎস্য চাষীগন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]