প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
গাজীপুরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘের বাজারে আনন্দ মিছিল

নজরুল ইসলাম,গাজীপুর:- গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। আনন্দ মিছিলের শুরুতে আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না,গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক,জেলা ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী,উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মুজিবুর রহমান,কাজী শহিদুল্লাহ,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মোল্লা, জসিম তাজ,আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দল সবসময় গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আলোচনা অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবক দলের ব্যানারে কয়েক হাজার নেতা কর্মীদের অংশগ্রহণে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]