
স্টাফ রিপোর্টার:- খায়রুল ইসলাম অভি, সাভার। সাভার পৌরসভা ৯ নং ওয়ার্ডে আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাসউদ্দিন পাপ্পু সাভার পৌর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফুল সাভার পৌর যুবদল সভাপতি হাজী শান্তা মিয়া সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা সরদার ঢাকা জেলার যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক এছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদলের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি মোঃ আইয়ুব খান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই পারে একটি জনগণের সরকার গঠন করতে এবং দেশকে দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্ত করতে। এই দফাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।” বিশেষ অতিথি আব্বাসউদ্দিন পাপ্পু তার বক্তব্যে বলেন, “আমরা তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।” এছাড়া কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফুল বলেন, “যুব সমাজকে সঙ্গে নিয়েই এই ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে সফল করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে।” উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাস্তবায়নের শপথ নেন।



Discussion about this post