প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৪, ৪:২৯ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় আজ

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো তাঁর দৈনন্দিন সূচিতে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মতবিনিময় করার কথা রয়েছে।
গতকাল শুক্রবার উপদেষ্টা দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকেই মতবিনিময়ে চাইছি।
মতবিনিময়ে আগ্রহীরা সবাই আসবে। দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন।’জানা গেছে, আজ শুধু মতবিনিময় হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ পরে হবে।
সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেন, ‘অন্তর্বর্তী সরকার চায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সব সময় বোঝাপড়া থাকুক। কারণ আমাদের পরে তারাই তো নাগরিকদের নিয়ে দেশ চালাবে। তাই তারা (রাজনৈতিক দল) কী চায়, তারা কী সংস্কার চায়, তা আমরা জানতে চাই। এ জন্য প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মতবিনিময় করে তা জানবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]