
শ্রীপুর প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। শুক্রবার বিকেলে বরমী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় তরুণরা মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছিল। এ পরিস্থিতি থেকে যুবসমাজকে দূরে রাখতে আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. জাহিদ হাসান আকন্দ উদ্যোগ নেন। তার উদ্যোগে স্থানীয় একটি পরিত্যক্ত মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হয়। পরে শুক্রবার বিকেলে সেখানে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলা শুরুর আগে মাদকবিরোধী বক্তব্য চলাকালে বরমীর কুখ্যাত মাদক ব্যবসায়ী বুলবুল ওরফে ‘ক্ষুর বুলবুল’-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মাঠে প্রবেশ করে। তারা খেলোয়াড় ও আয়োজকদের ওপর হামলা চালায় এবং খেলা বন্ধ করে দেয়। এ বিষয়ে খেলার প্রধান অতিথি ও আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ বলেন, “আমরা যখন মাদকবিরোধী বক্তব্য দিচ্ছিলাম, তখনই সন্ত্রাসীরা হামলা চালায়। পরে বাধ্য হয়ে খেলা বন্ধ করতে হয়।” শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



Discussion about this post