প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি, সাভার:- সাভার পৌরসভার রাজাবাড়ী ৬ নং ওয়ার্ডে আজ শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাসউদ্দিন পাপ্পু, মোঃ মোস্তফা কামাল সরদারসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন— "তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল বিএনপির নয়, এটি সমগ্র জাতির মুক্তির রূপরেখা। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রতিটি ঘরে ঘরে এ দফা ছড়িয়ে দিতে হবে। জনগণই দেশের মালিক, তাই এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে।" অন্যদিকে আব্বাসউদ্দিন পাপ্পু বলেন— "বাংলাদেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। তারেক রহমানের এই দফাগুলো বাস্তবায়ন করতে পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও স্বৈরাচার থেকে দেশ মুক্ত হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।" অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]