
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টায় নাটোর বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম নাজিম উদ্দিন (৩৫)। তিনি নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টায় হয়বতপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন নাজিম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মো. মাহাবুর রহমান জানান, ঘটনাস্থলে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Discussion about this post