
গাজীপুর প্রতিনিধি :- গাজীপুরের জয়দেবপুর থানা ও র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত ডাকাত আনোয়ার হোসেন (২৫)। তার বাড়ি গাজীপুরের ভবানীপুর গুচ্ছগ্রামে। ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আনোয়ার হোসেনের বিরুদ্ধে জয়দেবপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জসহ একাধিক থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি টিম র্যাবের সহায়তায় নান্দুআইন, রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানার ডাকাতি মামলা (নং-১০, তারিখ: ১১/৮/২৫) দায়ের করা হয়েছিল। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। আমরা তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছি। ওসি আরও জানান, আনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে এলাকায় ডাকাতি ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।



Discussion about this post