
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- মোঃ সাগর খান মির্জাপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম উপজেলার বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। এ সময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরেন। সভায় মাদকদ্রব্যের বিস্তার, বাল্যবিয়ে, আত্মহত্যার প্রবণতা, মহাসড়কে লাইসেন্সবিহীন চালকদের দ্বারা মিনিবাস পরিচালনা, সরকারি হাসপাতালে দালাল চক্রের হয়রানি এবং চায়না দুয়ারী জালের অবৈধ ব্যবহার বন্ধ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম মাদককে সমাজের অসামাজিক কার্যকলাপের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি মাদক প্রতিরোধে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ভূমিকা পালনের ওপর জোর দেন। একই সাথে, মাদকসেবীদের প্রতিহত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পাশে থাকার আহ্বান জানান। উল্লেখ্য, মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম সম্প্রতি টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।



Discussion about this post