
নিজস্ব প্রতিনিধি :- মোছাঃ খাদিজা আক্তার, (জন্ম তারিখ-১৫/০৩/১৯৯৭ ইং, জাতীয় পরিচয়পত্র নং-৪২৩১৮২১১৪৩), পিতা-মৃত কাজল মিয়া, মাতা-মৃত মঞ্জিলা বেগম, সাং-দিগকল্লা, পোঃ-নিয়ামতপুর, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, এ/পিসাং-কলমেশ্বর মৃধাবাড়ী (আনোয়ার এর বাড়ীর ভাড়াটিয়া), ওয়ার্ড নং-৩৫, থানা-গাছা, গাজীপুরমহানগর, গাজীপুর, থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ সোহেল আকন (৫০), পিতা-আঃমালেক আকন, মাতা-মোসাঃ জাহানারা বেগম, সাং-সরিকুল, পোঃ-সরিকুল, থানা-গৌরনদী,জেলা-বরিশাল, এ/পি সাং-কুনিয়া বড়বাড়ী, ওয়ার্ড নং-৩৭, থানা-গাছা, গাজীপুর মহানগর,গাজীপুর এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদী ইং ২৩/০১/২০২৩তারিখে তাহার পূর্বের স্ত্রী সন্তানের কথা গোপন রাখিয়া আমাকে ইসলামী শরিয়াহ মোতাবেকরেজিঃ কাবিনমূলে বিবাহ করিয়া আমার বর্ণিত বর্তমান ঠিকানার বাসায় একত্রে বসবাসআসিতেছি। বিবাহের পর তাহার একাধীক বৈবাহিক বিষয়ে অবগত হই। বিবাহের সময়আমাদের সুখি জীবন চলা কালীন অব¯’ায় উক্ত বিবাদী জোয়া খেলায় আসক্ত হইয়া আমার উপরটাকার জন্য চাপের সৃষ্টি করতঃ প্রচন্ড মারপিট করে। আমি গার্মেন্টস এ চাকুরী করিয়া বেতনের টাকা দিয়ে অতি কষ্টে সংসার চালাইয়া আসিতেছি। উক্ত বিবাদী পারিবারিক সামান্য বিষয়াদীনিয়া কথা কাটাকাটি হইলে সে আমাকে নিয়া ঘর সংসার করিবে না মর্মে হুমকী দিয়াআসিতেছে। উক্ত বিবাদী কোন কাজকর্ম না করিয়া অহেতুক ঘুরা ফেরা করিয়া বেকারত্ব সময়অতিবাহিত করে। ইহাতে আমি ও আত্নীয় স্বজনগন প্রতিবাদ করিলে উক্ত বিবাদী তাহারসহযোগী পরিবারের অপরাপর লোকজনদের উস্কানীতে ও কু-পরামর্শে প্রায় সময়ই আমাকেঅহেতুক অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া তালাক দেওয়ার ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ভয়ভীতি এবং হুমকী দিয়া প্রায় মারপিট করিয়া জখম করে এবং বিদেশেযাওয়ার জন্য তাহাকে নগদ ৩,০০,০০০/-টাকা আনায়ন করার জন্য ব্যাপক চাপের সৃষ্টি করে ।উক্ত বিবাদীর ব্যাপক চাপে ও তাহার মারপিটের ভয়ে বিভিন্ন আমার পিত্রালয়, আত্নীয় স্বজন ওবিভিন্ন সমিতি হইতে টাকা আনায়ন করিয়া প্রায় ১,৫০,০০০/-টাকা দেই। উক্ত বিবাদী উক্তটাকা নিয়া জোয়া খেলে ও পর নারীর পিছনে নষ্ট করিয়া কিস্তি পরিশোধ না করায় আমি বাধ্যহয়ে গার্মেন্টস এ চাকুরী করিয়া কিস্তির টাকা পরিশোধ করি। তথাপীও উক্ত বিবাদী জোয়াখেলায় নেশায় পড়িয়া তাহাকে আরো টাকা দেওয়ার জন্য আমার উপর সর্বাত্নক চাপের সৃষ্টিকরে। আমি ইহাতে অনিহা প্রকাশ করায় ইং ০৫/০৫/২০২৫ তারিখে সকাল অনুমান ০৯.০০ঘটিকার সময় উক্ত বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অহেতুক অকথ্য অশ্লীল ভাষায়গালিগালাজ করিয়া তালাক দেওয়ার উদ্দেশ্যে আমার উপর বিভিন্ন মিথ্যা অপবাদ ও প্রান নাশেরভয়ভীতি হুমকী দিয়া এলোপাথারীভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন¯’ানে জখম আমাকে তালাক দেওয়ার বাধ্য করে। বিধায় আমি বাধ্য হয়ে উক্ত বিবাদীর এহেন অন্যায়অত্যাচারের ফলে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় ইং ০৫/০৫/২০২৫ তারিখে উক্ত বিবাদীকেখোলা তালাক প্রদান করি । উক্ত বিবাদীকে তালাক দেওয়ার পর হইতে আমার উপর ক্ষিপ্ত হইয়াতাহার নিকট রক্ষিত আমার ছবির সাথে অশ্লিল ছবি সংযুক্ত করিয়া ও সাংবাদিক এর মাধ্যমেমিথ্যা ও বানোয়াট ভিডিও তৈরী করিয়া আমার ছবির সাথে অন্য ছবি এডিট করতঃ একসাথেসংযুক্ত করিয়া এবং আমার গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারন করতঃ ইন্টারনেটে ছাড়িয়া অর্থাৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইয়া আমার মানসম্মান ক্ষুন্ন করিতেছে। এমতাব¯’ায় আমি উক্ত বিবাদীর ভয়ে চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। বর্নিত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহন করা একান্ত প্রয়োজন ।



Discussion about this post