
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর:- গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে ভবানীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ বিদ্যালয়ে নানা অসদাচরণে জড়িত। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে তারা প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন। অবরোধ চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ বলেন, “প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অবরোধ তুলে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি। ইতিমধ্যে ম্যানেজিং কমিটি ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। তবে শিক্ষা কর্মকর্তা এখনো ঘটনাস্থলে পৌঁছাননি, তিনি আমাকে জানিয়েছেন তিনি ঘটনাস্থলে আসবেন। এসে এ বিষয়ে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন ”



Discussion about this post