
স্টাফ রিপোর্টার: – আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা ভারী হয়ে, সুনামের খাতায় প্রতিনিয়ত বেড়েই চলেছে সুনামের ক্রমিক নম্বর।সন্ত্রাস, চাঁদাবাজ, আর মাদক ব্যাবসায়ীদের দমন করে সেই তালিকার শীর্ষে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ছিনতাই আর মরন নেশা, মাদক দমনে যেমন কঠর তেমনি সুবিচার পাইয়ে দেওয়ার দিকটায়ও তেমন মানবিক একজন মানুষ। একজন নেতা যেমন তার কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেত…ত্ব প্রদান করে সংগঠনকে এনে দেয় সফলতা, এগিয়ে নিয়ে যায় তার গন্তব্যের চুড়ায়,একজন কোচ যেভাবে খেলার মাঠে তার আত্মবিশ্বাসের সাথে একটা স্তর তৈরি করে তার শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে নিয়ে আসে ঠিক তেমন ভাবেই পুলিশ কর্মকর্তা মো: সালাহউদ্দিন তার অফিসারদের আত্মবিশ্বাসীর স্তর তৈরি করে কাজ করিয়ে নেন এবং বুঝে নেন ষোল আনা।শত বিপদ ও প্রতিকূলতার মধ্যে যিনি বট গাছের ন্যায় আগলে রাখেন তার অধীন¯’ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের।তিনি আর কেউ নন,তিনি হ”েছন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব কিংবদন্তী, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন। কোনাবাড়ি থানায় ১৭/০৪/২০২৫ যোগদানের পর অত্র থানার সর্ব¯’ানে এনে দিয়েছেন পরিবর্তনের হাওয়া, কাজের গতিশীলতা, সফলতা সবকিছুর পেছনে এই মানুষটার অংশ গ্রহণ। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যা”েছ অধিনস্ত পুলিশ সদস্যরা। চোর ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ দখলদারদের কবলে পরে অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলেন, অনেকের মোবাইল ফোন চুরি হয়,থানায় জিডি করার পর থেকেই দ্রুত গতিতে তদন্তের তাগিদ দেন দায়ীত্বে থাকা কর্মকর্তাকে। অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন যোগ দেওয়ার পর থেকে, মাদক সহ একাধিক অপরাধীর মুখোশ উন্মোচন করেছেন তিনি।একজন মানবিক ও নিষ্ঠাবান অফিসার অসাধারণ ভালো মানুষ এই পুলিশ কর্মকর্তা।অসংখ্য নিদর্শন তৈরি করে তিনি তার অধীন¯’ অফিসারদের নিয়ে বাস্তবায়ন করেছেন এলাকায় শান্তির ফোয়ারা। অক্লান্ত পরিশ্রম করে যাওয়া এই কর্মকর্তা এখন কোনাবাড়ি থানার বাসীন্দাদের কাছে এক জন মানবিক মানুষ হিসেবেই পরিচিত। গাজীপুর মেট্রোপলিটনের কাছে একজন মানবিক এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতও তিনি। তিনি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত কর্মকর্তা।কর্মদক্ষতা, বিচক্ষণতা ও চৌকস এই পুলিশ কর্মকর্তার নাম এখন সবার মুখে,মুখে।এছাড়াও তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্ত মানুষকে সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা অব্যাহত রেখেছে। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে অফিসার ইনচার্জ হিসাবে কোনাবাড়ি থানায় যোগদানের পর থেকে অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন সন্ত্রাসী, মাদক কারবারি, ভূমিদস্যু, চাঁদাবাজদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন এই পুলিশ কর্মকর্তা।ও ই এলাকার সকল শ্রেণির মানুষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তিনি নিজেই কথা বলে তাৎক্ষাণিক সমাধান করে দিয়েছেন। সফল এই পুলিশ কর্মকর্তা । কোনাবাড়ি থানা এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরি¯ি’তি ও জনকল্যান মুখি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, কোনাবাড়ি থানার জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে যে কোনো প্রতিকুলতার মোকাবেলা করে জনগণের মুখে হাসিঁ ফোঁটানোর লক্ষ্যে কাজ করে যা”িছ, যেমন এখন সামাজিক উন্নয়নে বাধা হয়ে দাড়িয়েছে, কিশোর গ্যাং এর উৎপাত, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড,চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, চুরি ডাকাতি, এগুলো কোনাবাড়ি থানা এলাকায় এখন অনেকটাই কম, আমার কাছে কোনো দুষ্ক…তীকারীদের ছাড় নাই, সে ক্ষেত্রে আমি যে কোনো প্রতিকুলতার মোকাবেলা করে কোনাবাড়ি থানা বাসীদের নিশ্চিন্তে বসবাস করার অভয় দিছি।



Discussion about this post