
গাজীপুর প্রতিনিধি :- শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের শ্রীপুরে জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তমির উদ্দিন দাখিল মাদ্রাসা বেগম আয়েশা অডিটরিয়াম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃএস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধক ছিলেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান। সভাপতিত্ব করেন জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মো. আবুবকর সিদ্দিক মন্ডল। সঞ্চালনায় ছিলেন আতিকুর রহমান আতিক ও কাওসার আহমেদ সাকিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব ফাতেমা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয়কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন কারী, মেঘনা গ্রুপের সিনিয়র জি. এম জনাব মোস্তাফিজুর রহমান রোমান, আহমদ সিএনজি , কেওয়া তমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. শামীম আহম্মেদ এবং বিশিষ্ট সমাজসেবক মো. মোজাম্মেল হক মন্ডল। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ল্যাপটপ সহ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়।



Discussion about this post