প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

শেখ মামুনুর রশীদ মামুন–বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের নান্দাইল উপজেলার নয়নপুর গ্রামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযুক্তের নাম মো. হেলাল (৪৫)। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের ক–সার্কেলের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর মো. আমিনুল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই আল মাসুদ, এএসআই মাইনুদ্দিন, এএসআই সুলতানা রাজিয়া, সিপাহী রাজু মিয়া, সিপাহী সাব্বির আহমেদ ও সিপাহী সালমান ফারসি। অভিযানের পর হেলালের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুধু ব্যবসায়ী নয়, সে নিজেও মাদক সেবনকারী। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল বলছেন, এই ধরনের অভিযানে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও বেশিরভাগ সময় আইনের ফাঁক গলে তারা আবারও ছাড়া পেয়ে যায়। ফলে এলাকায় তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া মাদকের ভয়াল গ্রাস কমছে না। জনগণের প্রত্যাশা—আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যায় এবং গ্রেফতারকৃতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি প্রজন্মকে ধ্বংস করে। তাই সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]