
নিজস্ব প্রতিবেদক :- গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ‘গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা-২০২৩’ এর নামে চলছে এক অভিনব প্রতারণা ও লটারি বাণিজ্য। ¯’ানীয় প্রশাসনকে ব্যবহার করে, সরকারি লোগোযুক্ত ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টিকিট বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে।সরেজমিনে দেখা যায়, মেলার মূল ফটকে টাঙানো ব্যানারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং বাংলাদেশ পুলিশের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এতে লেখা আছে, ‘জিএমপি’র অনুমতি ও সার্বিক সহযোগিতায়’ এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রধান ফটকে ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র টিকিট কাউন্টার থেকে প্রবেশ টিকিট কিনে র্যাফেল ড্র-তে অংশ নেওয়া যাবে।তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। মেলার আশপাশের এলাকা থেকে শুরু করে জিএমপি দক্ষিণের ৪টি থানায় প্রায় শতাধিক অটোরিকশা ও পিকআপ ভ্যানের মাধ্যমে লটারির টিকিট বিক্রি করা হ”েছ। এতে সহজ-সরল ও খেটে খাওয়া সাধারণ মানুষ লটারি জেতার লোভে হাজার হাজার টাকা খরচ করছেন।¯’ানীয় সূত্রে জানা গেছে, এই লটারির টিকিট বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রশাসনের নাকের ডগায় এমন প্রতারণা কীভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।গাজীপুর জেলা প্রশাসক এই মেলা বন্ধের জন্য একটি নোটিশ জারি করলেও জিএমপি প্রশাসন এখনো কোনো ব্যব¯’া নেয়নি। এ বিষয়ে ¯’ানীয় প্রশাসন ও পুলিশের নীরব ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এতে মেলা আয়োজকদের সঙ্গে প্রশাসনের যোগসাজশের অভিযোগও উঠছে।জনগণের প্রত্যাশা, দ্রুত এই প্রতারণামূলক মেলা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যব¯’া নেওয়া হোক।



Discussion about this post