স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. রিয়াজুল ইসলাম ওরফে হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ভুক্তভোগীর মা (৪১) তার ১৪ বছর বয়সী কন্যার প্রতি আসামির অনৈতিক আচরণের অভিযোগে মামলা দায়ের করেন। আসামি রিয়াজুল ইসলাম ভোলা জেলার দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন করমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ভিকটিমের পরিবারের অভিযোগ অনুযায়ী, পরিচয়ের সূত্র ধরে হৃদয় মেয়েটিকে সম্পর্কের প্রলোভনে কুদাব সিঙ্গারটেক এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খুলে ধর্ষণের চেষ্টা চালায়। প্রথমে লজ্জা ও ভয়ে ঘটনাটি গোপন রাখলেও পরে মানসিকভাবে ভেঙে পড়া ভিকটিম সব ঘটনা তার মায়ের কাছে খুলে বলে। এরপর মা পূবাইল থানায় মামলা দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিটে করমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫