
সাভার প্রতিনিধি :- ঢাকার সাভারের আশুলিয়ায় ফের প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড়ে এক দম্পতিকে প্রথমে উত্যক্ত করে পরে অপহরণ করে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে দ্রুত অভিযানে নামে জামগড়া আর্মি ক্যাম্প। যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলেই তিনজন গ্যাং সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী জামগড়া চৌরাস্তার শরীফ চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র ও নানা অপরাধের আলামত।
উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে—দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল,স্টান গান,চারটি সুইস নাইফ,সাতটি মেসেটে,জাল টাকা,ওয়াকিটকি সেট,অনৈতিক দেহ ব্যবসার সরঞ্জাম ও আলামত
স্থানীয়রা জানান, অপহৃত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো রবিউল মুন্সি (৩৩), পিতা- আব্দুল রাজ্জাক, ঠিকানা- বাগমারা, রূপসা, খুলনা।নাসির শেখ (২১), পিতা- আব্দুল শেখ, ঠিকানা- মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল। শ্রী শভু কুমার, পিতা- শ্রী মানিক, ঠিকানা- ঘোষাইবাড়, ধনুট, বগুড়া।মো. জনি, পিতা- হোসেন শহীদ, ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল।
পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণ, চাঁদাবাজি, মাদক এবং দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।



Discussion about this post