স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে নারী সমাজকে পতিতা বলে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পৌর বিএনপির আহ্বায়ক সদস্য রিজভী আহমেদ দুলালের গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি এপেক্স ল্যাজারি গেট থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকা, যমুনা ব্যাংকের সামনে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে রিজভী আহমেদ দুলালের গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান।
উল্লেখ, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা নিয়ে গাজীপুর-১ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি কয়েকদিন ধরে বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এ কারণে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করার ঘটনা ঘটেছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছলে নারী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫