আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলু বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সবশেষ উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন বাবলু দু’টি মামলার আসামী। এ দু’টি মামলায় আটক দেখিয়ে তাকে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫