প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
ময়মনসিংহে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার,গ্রেফতার ১

শেখ মামুনুর রশীদ মামুন:- ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের একটি দল পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হলেও অপর অভিযানে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে কোতোয়ালি মডেল থানাধীন চক ছত্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মোহাম্মদ আল আমিনের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে হাতেনাতে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। একই দিন বলাশপুর আবাসন এলাকার নদীর পাড়ে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও রুহুল আমিনকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান দুটি পরিচালনা করেন ইন্সপেক্টর আমিনুল কবির। এ সময় উপস্থিত ছিলেন সিপাহী রাজু মিয়া, ড্রাইভার শরিফুলসহ টিমের অন্যান্য সদস্যরা। গ্রেফতারকৃত আল আমিন ও পলাতক রুহুল আমিনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]