
নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোণার মৌগাতিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক (৪২)। দৌজাহান ও নূর মোহাম্মদ এর মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, প্রায় দুই বছর আগে দৌজাহান মিয়ার কাছ থেকে জমি কেনার জন্য একই গ্রামের আমজাদ ৫ লাখ টাকা গ্রহণ করেছিলেন। কিন্তু পরে জমি হস্তান্তর না হওয়ায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা দৌজাহান মিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর রাত ১১টার দিকে ফের উত্তেজনা সৃষ্টি হয়। কথাকাটাকাটির জেরে সংঘর্ষ বাঁধে। এই সময় আমজাদের পক্ষের লোকজনের ওপর টেটা (কাঁটা) নিক্ষেপ করা হলে নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান এবং ৬ জন আহত হন। আহত অবস্থায় রফিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পর রফিকেরও মৃত্যু হয়।
নেত্রকোনা সদর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।” সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।



Discussion about this post