
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, সদস্য মো. পনির খন্দকারসহ অন্যান্য সদস্য। এছাড়া বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ শাখার সাংবাদিকরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও এটিএম কামরুল ইসলাম সভায় কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঢাকা ও গাজীপুরে যাতায়াত, যানজট নিরসন, নদী দখল রোধ, শিক্ষার পরিবেশসহ বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, “আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এখানে যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলা আমার একমাত্র দায়িত্ব। কালীগঞ্জের সমস্যা ও সম্ভাবনা সমাধানের জন্য যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ইউএনও তনিমা আফ্রাদকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তার স্থলে ২১ আগস্ট সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার এটিএম কামরুল ইসলামকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ২০১৮ সালের ২৯ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর বিভিন্ন জেলা ও বিভাগের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। ইউএনও এটিএম কামরুল ইসলাম কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।



Discussion about this post