
সাভার প্রতিনিধি :- সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান ওরফে ‘হাতকাটা’ টিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে টিপু সুলতান ওরফে হাত কাটা টিপু, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ওরফে টিক্কার নাতি আমির ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ।
যৌথ বাহিনী জানায়, রবিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরে রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টিপু সুলতান ওরফে ‘হাতকাটা’ টিপুকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি করে বেশকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম, মোবাইলফোনসহ বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। গ্রেপ্তারদের পরবর্তী সময় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
যৌথ বাহিনী আরো জানায়, গ্রেপ্তার টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু আশুলিয়ার বাইপাইল-ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছিল। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। তিনি বেশ কয়েকটি মামলার আসামি। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তোলে।
বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তোলে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হয়। তার অত্যাচারে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Discussion about this post