
নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। গতকাল রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
অটোরিকশাটির মালিক উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে আজিজুল হাকিম। অটোরিকশায় যাত্রীবেশে থাকা দুজন ছিনতাইকারী হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বরইত গ্রামের মিরাজ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৪০) এবং নেত্রকোনা জেলার সদর উপজেলার ধরনবালি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আলী (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী দুজন পরিকল্পিতভাবে রোয়াইলবাড়ী বাজার থেকে অটোরিকশা ভাড়া নেয়। পথিমধ্যে তারা অটোমালিক আজিজুলকে নেশা মিশ্রিত জুস খাওয়ান। একপর্যায়ে রোয়াইলবাড়ী-সাহিতপুর সড়কের চেংজানা গ্রামের জলিলের পুকুর পাড়ে এসে তাকে অটোরিকশা থেকে ফেলে দেন। তখনও তার জ্ঞান থাকায় চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী চেংজানা গ্রামের জুয়েল মেম্বারের সহযোগিতায় সাহিতপুর বাজারে এসে ধরে ফেলে। তারপর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অটোরিকশাসহ তাদের থানায় নিয়ে আসে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদেরকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



Discussion about this post