স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১৫টি ষাঁড় বাছুরসহ ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মো. শাকিল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অলি ভৌমিক ও সুরাইয়া আক্তারসহ অন্যরা। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫