স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শীতলক্ষ্যা নদী বরমী বাজার খেয়া ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। বরমী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, সাবেক সভাপতি শাহজান ফকির, আহবায়ক কমিটির সদস্য আক্তারুজ্জামান শামীম, বিএনপি নেতা সিদ্দিক মন্ডল, আফাজ উদ্দিন, কাজিম উদ্দিন প্রমুখ।
এসময় ডা বাচ্চু বলেন, আমরা মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপন সহ গণমুখী কর্মসূচি হাতে নিয়েছি। এসব গণমুখী কর্মসূচি আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন। তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। আমরা একটি স্বচ্ছ রাজনীতি শুরু করেছি। আপনাদের সহযোগিতা চাই। আমরা দূর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করছি। ইতিমধ্যেই রাজাবাড়ি, বরমী সহ বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা মাদক ব্যাবসায়িকে ধরে পুলিশে দিয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোন সন্ত্রাসী আমাদের এলাকায় জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না।ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫