
শেখ মামুনুর রশীদ মামুন –সাংবাদিক,ময়মনসিংহ:- পৃথিবীতে যত কিছু অর্জন করুক—ধন, যশ, ক্ষমতা কিংবা ভালোবাসা—শেষ পর্যন্ত সবকিছুই তার হাত ফসকে যায়। জন্মের পর থেকে সারাজীবন ছুটে চলে আপন করে নেওয়ার আকাঙ্ক্ষায়, অথচ কোনো কিছুকেই সে একান্ত নিজের বলতে পারে না। সম্পদ জমে, বাড়ি হয়, নামডাক ছড়িয়ে পড়ে—কিন্তু সবই ক্ষণস্থায়ী। কাছের মানুষ, বন্ধু, আত্মীয় কিংবা আপনজন—সব সম্পর্কই একসময় দূরত্বে বা বিচ্ছেদে হারিয়ে যায়। এমনকি দেহটিও নিজের নয়,সময় শেষে সেটিও মাটির কাছে সমর্পণ করতে হয়। মানুষের চিরসঙ্গী কেবল একটি সত্য—মৃত্যু। মৃত্যু ছাড়া জীবনের আর কোনো অর্জনই চিরস্থায়ী নয়। এটিই একমাত্র সম্পদ, যা থেকে কেউ বঞ্চিত হয় না, আবার কেউ এড়িয়ে চলতেও পারে না। তাহলে প্রশ্ন জাগে—যখন মৃত্যু অবধারিত, তখন জীবনের প্রতিটি মুহূর্তে অহংকার, লোভ আর হিংসার এত দৌরাত্ম্য কেন? কেন মানুষ ভুলে যায়, এই পৃথিবীতে সে কেবল ক্ষণিকের অতিথি? মৃত্যুর সত্যকে স্মরণ করলেই জীবন হয় শান্ত। তখন আর ভোগ নয়, বরং ত্যাগ, সেবা আর সৎকর্ম হয়ে ওঠে জীবনের আসল প্রাপ্তি। শেষ বিচারে, মানুষ যত বড়ই হোক, একদিন তার নাম-ধাম সবই ইতিহাসের পৃষ্ঠায় মলিন হয়ে যাবে। কিন্তু তার মানবিকতা, তার ভালোবাসা, তার সততার উত্তরাধিকারই হয়তো থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। মৃত্যুই মানুষের একান্ত সত্য—আর সেই সত্যকে স্মরণ করেই আমাদের বাঁচতে হবে জীবনের প্রতিটি ক্ষণ।



Discussion about this post