
স্টাফ রিপোর্টার:- খায়রুল ইসলাম অভি, সাভার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়ার নয়ারহাট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব, মোহাম্মদ বদিউজ্জামান বদির সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি মোহাম্মদ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়ন, এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান। সঞ্চালনায় ছিলেন মো. রাকিব দেওয়ান। এ সময় বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “আজকের এই সংকটময় সময়ে দেশের জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আসন্ন নির্বাচনে ভোটাররা যেন সঠিক প্রার্থীকে এমপি হিসেবে নির্বাচিত করেন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি মাঠে আছে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সবসময় কাজ করে যাবে।” বিশেষ অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “বিএনপি জনগণের দল। এই দল সবসময় দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে হবে, তাহলেই আমরা আমাদের অধিকার আদায় করতে পারব।” আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



Discussion about this post