
টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকার বড় বাজারে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া ও বৃহত্তর টঙ্গী থানা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু । তারা বলেন বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসররা এরশাদনগরের বড় বাজারে অবস্থিত স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কার্যালয় দখল করে রেখেছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেটি পুনরুদ্ধার করে কার্যক্রম শুরু করা হলে দখলদার (মৃত) রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম ফালান বিএনপির সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্য গণমাধ্যমে সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছেন।
তারা আরও বলেন, গত মাসের ২৬ তারিখে ফালান তার সৎ মায়ের বিরুদ্ধে দোকান বিক্রির অভিযোগও বাজার পরিচালনা কমিটির কাছে দায়ের করেছিলেন। আমরা উভয় পক্ষের সমাধান করি এবং অর্থ ফেরত দিই। কিন্তু এরপর থেকেই তিনি মুঠোফোনে ধারণ করা ভিডিওকে কেন্দ্র করে বাজার কমিটি ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেন। আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড় বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া, ৪৯ নম্বর ওয়ার্ড (সাবেক ১২ নম্বর ওয়ার্ড) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন কন্ট্রাক্টর, তৎকালীন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বর্তমানে টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (কামু), ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর মাস্টারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।



Discussion about this post