প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে টঙ্গীতে দুই বিএনপি নেত্রীর বিরুদ্ধে পোষ্টারিং

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুর টঙ্গীতে জাতীয়তাবাদী দল বিএনপির দুই নেত্রীর বিরুদ্ধে আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আওয়ামীলীগ নেতা নেত্রীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করা ছবি সংবলিত পোস্টার ছাপিয়ে টঙ্গীর বিভিন্ন স্থানে প্রাচার করেছে একটি পক্ষ। এতে টঙ্গী জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দুই নেত্রী হলেন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হালিম আক্তার ও ৪৯ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি পদপ্রার্থী মোছা: জানু। দেয়ালে সাটানো পোস্টারে দেখা যায় বিএনপি নেত্রী হালিম আক্তার মহিলা আওয়ামী লীগ নেত্রী শিউলি আক্তারের সাথে কম্বল হাতে দাড়িয়ে আছেন। অপর একটি ছবিতে একটি সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক এমপি জাহিদ আহসান রাসেল সাথে তার সামনে দাড়িয়ে ছবি তুলেছেন। তবে দুইটি ছবির সময়, স্থান বা কি অনুষ্ঠানের তা নিশ্চিত হওয়া যায় নি। তৃনমূল নেতাকর্মীদের দাবী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার শেষের দিকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী মামলা হামলা থেকে বাঁচতে ও নিজেদের সুবিধা আদায় করতে গিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরী করেছিল। তারাই আবার ক্ষমতার পালা বদলের পর দলীয় শীর্ষ নেতাদের আস্থাভাজন হয়ে পদ পদবি ভাগিয়ে নিচ্ছেন। এবিষয়ে টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারন সম্পাদক পদপ্রার্থী হালিমা আক্তার বলেন, আমি ২০১৩ সাল থেকে বিএনপির দলীয় পদে আছি। একটি মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় আমি দলীয় শীর্ষ নেতাদের নির্দেশে আইনের আশ্রয় নিয়েছি। ছবির বিষয়ে তিনি বলেন জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সিডিসি এর সাথে আমি দীর্ঘদিন যাবৎ জড়িত আছি। ওই সংগঠনের একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়ার সময় ছবিটি তোলা হয় যা ভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে। অপর বিএনপি নেত্রী মোছা: জানু বলেন দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি। ২০১৩ সাল থেকে আমি ওয়ার্ড বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছি। ৫ আগষ্টের পর একটি পক্ষ আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি সংস্থার সাথে জড়িত থাকার সুবাধে আওয়ামী লীগ আমলে সংস্থাটির একটি সামাজিক অনুষ্ঠানে তৎকালীন এমপি উপস্থিত হয়েছিলেন। সেই সময়কার একটি ছবি ব্যবহার করে আমাদ বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]