স্টাফ রিপোর্টার :- গাজীপুরের টঙ্গীতে ৬৪২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন আউচপাড়া এলাকার জোনাল অফিসের পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে ৬৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২৬ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫