স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার গাজীপুরে পদ বঞ্চিত গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে মহানগরীর প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি’র সাবেক সভাপতি, হাসান আজমুল ভূইয়া, গাজীপুর মহানগর শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাসিকের সাবেক ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল আলম বিএসসি, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, সদর মেট্রো থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী কামরুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাইজ উদ্দিন, আশরাফ টেক্সটাইল মিল (সিবিএর) সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন, সদর মেট্রো থানা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক শেখ মাসুদ, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, মহানগর শ্রমিক দলের সাবেক সমন্বয়ক হাসান মাহমুদ সুজন, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মমিন উদ্দিন খান, ২৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ, সদর মেট্রো থানা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ কৃষি গবেষণা শ্রমিক ফেডারেশন এর হাসান, মহানগর শ্রমিক দলের সাধন চন্দ্র দে, ইব্রাহিম, বাছির উদ্দিন, জয়নাল আবেদিন ভূইয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন ১৭ বছর মামলা হামলার স্বিকার হয়েছি কিন্তু বর্তমানে শ্রমিক দলে হাইব্রিডরা স্থান পেয়েছে। নির্যাতিত হয়েও আমরা শ্রমিক দলের সাংগঠনিক পদ থেকে বঞ্চিত রয়েছি। অবিলম্বে ত্যাগী নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক কমিটি গঠন করার দাবী জানান। র্যালীটি মহানগরীর ২৮ নং ওয়ার্ডের হাড়িনাল এলাকা থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর,শিমুলতলী হয়ে জয়দেবপুর এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫